সিডনির রকডেলস্থ একটি ফাংশন সেন্টারে গত ২৫ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ অস্ট্রেলিয়া শাখা তাদের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
সভাপতি মোস্তাক মেরাজ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নোমান শামীমেরে সঞ্চালনায় ইফতার মাহফিলে আরো উপস্থিতি ছিলেন সহ সভাপতি ডঃ লাভলী রহমান, আলাউদ্দীন আলোক, আলী আশরাফ হিমেল, আমিনুল ইসলাম রুবেল, এলিজা টুম্পা, মোহাম্মদ হাফিজ, মেহেদী হাসান শাহীন, খালেদ হোসেইন, সাঈফ রানা, মহীউদ্দিন মহী, অপু সারোয়ার, মাহমুদুর রহমান, আরিফুর রহমান, আকাশ দে, শাহনেয়াজ আলো, ইফতেখার হাসনাইন সহ আরো অনেকে।
বক্তারা বলেন, ঐক্যবদ্ধ যুবলীগ সবসময়েই প্রগতিশীল ও দেশ ও দলের প্রতি দায়বদ্ধ। সেই দায়িত্ববোধ থেকে যুবলীগকে আরো অনেক কাজ করতে হবে এবং সেই সম্ভাবনা আমাদের আছে।
ইফতার ও দোয়া মাহফিল শেষে নৈশভোজের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ