ইতালির রোমে প্রতি বছরের মতো এবারও ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মাদারীপুর জেলা সমিতি। রবিবার ইতালীর রাজধানী রোমের প্রেনেস্তিনা মক্কী জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
ইফতার পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ওয়াদুদ মিয়া জনি। সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি, বৃহত্তর ফরিদপুর সমিতির সভাপতি জাহাঙ্গীর ফরাজী। বিশেষ অতিথি ছিলেন মাদারীপুর জেলা সমিতির উপদেষ্টা, বৃহত্তর ফরিদপুর সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মাদারীপুর জেলা সমিতির উপদেষ্টা জিয়াবুল হক।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সভাপতি লোকমান হোসেন, বাংলাদেশ সমিতির সভাপতি হাসানুজ্জামান কামরুল, শরীয়তপুর জেলা সমিতির সভাপতি আব্দুর রব ফকির, ইতালী বিএনপি-এর সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, ইতালী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এমএরব মিন্টু, বরিশাল জেলা সমিতির স্বপন হাওলাদার, বরিশাল যুব সমিতির মেহেদী হাসান, হাজী সুইট।
এছাড়াও আরও উপস্থিত ছিল মাদারীপুর জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান, সহ-সভাপতি আবুল কালাম, হাফেজ মতিয়ার রহমান, ফিরোজ আকন্দ, সারোয়ার শেখ, সাংগঠনিক সম্পাদক রফিক রনি, সহ- সাংগঠনিক পারভেজ কাজল খান, যুগ্ম সাধারণ সম্পাদক কাওসার আহমেদ, শেখ সোহেল, মো. বিদ্যুৎ, কোষাধ্যক্ষ মো. কামাল মুন্সী, প্রচার সম্পাদক মো. ইব্রাহীম, মহিলা সম্পাদক ফাতেমা কবিরসহ ইতালীর অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/হিমেল