সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রুপে ভিডিও লাইভে এসে বৈদ্যুতিক পাখার সঙ্গে গলায় রশি ঝুলিয়ে আত্মহত্যা করেছেন বাহরাইন প্রবাসী শহিদ ফজলু (২২) নামে এক বাংলাদেশি।
শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় রিফা নামক স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনার দু’দিন পর রবিবার প্রথম প্রহরে শহিদের ঝুলন্ত লাশ উদ্ধার করে সালমানিয়া মেডিকেল কমপ্লেক্স মর্গে প্রেরণ করে স্থানীয় পুলিশ।
নিহত শহিদ কুমিল্লা জেলার লাকসাম পৌর এলাকার সাত বাড়িয়া গ্রামের ফজলুল হকের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসের তথ্য ও জনকল্যাণ প্রতিনিধি তাজ উদ্দিন সিকান্দার ও নিহতের ফুফাতো ভাই আব্দুল গনি।
ফুফাতো ভাই আব্দুল গনি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত পাঁচ বছর পূর্বে শহিদ বাহরাইনে পাড়ি জমান। কয়েক মাস পরে একটি এপার্টমেন্ট বিজনেস কোম্পানিতে কাজ নিয় খুব ভালোভাবেই দিন কাটছিল তার। চলতি মাসের পর দেশে যাওয়ার প্রস্তুতি ও চলছিল। এমতাবস্থায় কোম্পানির দেওয়া একটি কক্ষে শুক্রবার সকাল বেলা ভিডিও লাইভে এসে কথা বলার এক পর্যায়ে গলায় রশি লাগিয়ে ঝুলে পড়ে। এসময় অপর প্রান্ত থেকে নারীর কণ্ঠে কথা বলতে শুনা যায়। লাইভ ভিডিওটি ভাইরাল হলে সহকর্মীরা শনিবার দিবাগত রাতে খবরটি মালিক পক্ষকে অবিহিত করে। পরে তারা ছুটে এসে ভেতর থেকে দরজা বন্ধ তা খুলতে ব্যর্থ হয়।
এ ঘটনায় নিয়োগ কর্তা এসে দরজা খুলার চেষ্টা করেন এবং ঘটনাটি তিনি পুলিশকে জানান। পরে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন