বেলজিয়াম আওয়ামী লীগের উদ্যোগে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল্সের স্থানীয় একটি হলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। রবিবার বাংলাদেশ থেকে আগত সাবেক ছাত্রলীগ নেতা ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরীর সম্মানে এ আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি সহিদুল হক সহিদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন যুগ্ম সম্পাদক দাউদ খান সোহেল। এতে উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রচার সম্পাদক ও বেলজিয়াম আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা খোকন শরীফ, বাংলাদেশ থেকে আগত চট্টগ্রাম সি জে কে এস এর কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী সাহাবুদ্দিন জাহাঙ্গীর, বঙ্গবন্ধু পরিষদ বেলজিয়াম এর সাবেক সভাপতি ও উপদেষ্টা ড. ফারুক মির্জা, সহ সভাপতি বাবু বিধান দেব, সহ সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রয়, প্রচার সম্পাদক আখতারুজ্জামা, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাছেল, সদস্য ও দিলরুবা বেগম, রানা মর্তুজা, আমির বাপ্পি, শাহিদা খানম রিতা।
বেলজিয়াম যুবলীগ সভাপতি খালেদ মিনহাজ, সহ-সভাপতি হাসান আল মাসুদ, সম্পাদক মো. আরিফ উদ্দিনসহ বেলজিয়ামের বিভিন্ন প্রান্ত থেকে আগত আওয়ামী পরিবারের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বেশ কিছু শিক্ষার্থী ও বিভিন্ন বয়সের শিশু-কিশোর উপস্থিত ছিলেন।
আরো উপস্থিত ছিলেন বেলজিয়াম প্রথম বাঙ্গালী কাউন্সিলর মোতাহের হোসেন চৌধুরী। হাসান আল মাসুদের পরিচালনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি মশিউর রহমান ও সংগঠনে সভাপতির সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি টানা হয়। এরপর ইফতার ও রাতের খাবার পরিবেশন করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল