কাতারে জিয়া উদ্দিন জিয়াকে সভাপতি, আশরাফুল ইসলামকে সাধারণ সম্পাদক ও ইসমাইল মুনছুরকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে।
গত শনিবার এক সংবাদ সম্মেলনে রাজধানী দোহারের সুন্দরবন রেস্টুরেন্টে এ কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী। এসময় উপদেষ্টা পরিষদের নাম ঘোষণা করেন চট্টগ্রাম সমিতির সভাপতি শফিকুল ইসলাম তালুকদার বাবু।
এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রাউজান সমিতির সভাপতি মহসিন খান, ফটিকছড়ি সমিতির সাবেক সভাপতি হাচান বিল্লাহ, উপদেষ্টা তারেক বাবুল, ব্রাহ্মণবাড়িয়া কল্যাণ ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ রাজিব ও আল আমিন খান প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক