কাতারে আলনূর সেন্টারের আয়োজনে মাসব্যাপী ৩ হাজার দুস্থ কাতার প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাবার পরিবেশনের উদ্যোগ নিয়েছে এই ইসলামী সংগঠনটি।
আলনূর সমাজকল্যাণ পরিচালক পেয়ার মুহাম্মদ বলেন, ফ্রি ভিসায় আসা বিপুল সংখ্যক কর্মহীন প্রবাসী করোনা পরিস্থিতির কারণে মানবেতর জীবনযাপন করছে। তাদের সহায়তায় আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে সকলের সহযোগিতা কামনা করছি।
অপরদিকে, আলনূর সমাজকল্যাণ সহকারী প্রকৌশলী জাহেদুল ইসলাম বলেন, প্রতিদিন ১০০ জন করে পুরো রমজানে সর্বমোট ৩০০০ প্রবাসীর জন্য আমাদের এই আয়োজন। প্রতিদিন ইফতারির পূর্বে তালিকাভুক্ত ভাইদের বাসস্থানে আলনূর স্বেচ্ছাসেবকগণ ইফতার ও খাবার পৌঁছে দেন। যদিও প্রয়োজনের তুলনায় এটি খুবই অপ্রতুল।
আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়াইব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর বলেন, আলনূর সেন্টার মূলত শিক্ষা ও সংস্কৃতিমূলক প্রতিষ্ঠান। তবে বর্তমান করুণ অবস্থায় দুঃখী মানুষের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব ও জাতীয় কর্তব্য এবং রমজানের পরম শিক্ষা।
তাছাড়া রাষ্ট্রদূত আসুদ আহমদ সামর্থবান প্রবাসীদের এব্যাপারে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। পরকালের জিজ্ঞাসাবাদ থেকে বাঁচতে হলে অসহায় ভাইদের সহযোগিতায় সকলের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ