সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের বেসরকারি সংস্থা গ্রিন ডিজএ্যাবল্ড ফাউন্ডেশন। এখানে আছে আবাসিক ব্যবস্থা। গরীব অসহায় পরিবারের শিশুরা এখানে থেকে লেখাপড়া করছে। বর্তমানে করোনার কারণে আবাসিকে থাকা শিশুরা অসহায় হয়ে পড়েছে। এই দুর্দিনে তাদের পাশে দাঁড়িয়েছে বৃটেনের ইস্ট হ্যান্ডস নামে একটি দাতব্য সংস্থা। সংগঠনের পক্ষ থেকে পুরো রমজান মাসের খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে ।
সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু খাদ্য সামগ্রীগুলো ফাউন্ডেশনের কাছে তুলে দেন। এ সময় ফাউন্ডেশনের কমকর্তারা উপস্থিত ছিলেন।
ইস্ট হ্যান্ডসের চেয়ারম্যান নবাব উদ্দিন বলেন, ইস্ট হ্যান্ডস শুরু করার পর এটি দ্বিতীয় প্রজেক্ট। আলহামদুলিল্লাহ কোনও ধরনের প্রচার প্রচারণা ছাড়া শুধু মাত্র ঘনিষ্ট বন্ধুদের সহায়তায় আমরা এ বছর বাংলাদেশের ৩০০ পরিবারকে পুরো এক মাসের খাবার তুলে দিয়েছি, যাতে প্রায় ১৮০০ মানুষ উপকৃত হয়েছে। এছাড়া আফ্রিকাতে আমরা ১০০ মানুষকে ১ মাসের খাবার ব্যবস্থা করেছি। সকল ডোনারকে ধন্যবাদ।
বিডি প্রতিদিন/কালাম