করোনায় লকডাউনে থাকা প্রবাসীদের মধ্যে যারা খাদ্য সঙ্কটে পড়েছেন তাদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নিউ জার্সি স্টেটের বিভিন্ন স্থানে ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা)’র পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে এই কর্মসূচি শুরু হয় নিউইয়র্ক সিটিতে।
ফোবানা’র ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান, খাদ্যসামগ্রী বিতরণের এই কার্যক্রমের সার্বিক সমন্বয়ে ছিলেন ফোবানা’র সাবেক চেয়ারম্যান মীর চৌধুরী। নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মামুন চৌধুরী, এক্সিকিউটিভ মেম্বার গোলাম ফারুক ভূঁইয়া, কবির কিরণ, মোহম্মদ আখতারুজ্জামান, কবির আহমেদ।
তিনি আরও জানান, পরবর্তীতে এই কর্মসূচি শিকাগোতেও পরিচালিত হবে। উল্লেখ্য, বেশ কয়েকজন চিকিৎসকের সমন্বয়ে ফোবানা’র একটি মেডিকেল পরামর্শ টিমও সক্রিয় রয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ