বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. নজরুল ইসলাম রাজকীয় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।
বুধবার মন্ত্রীর সাধারণ আদালতে উক্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয় পত্রের অনুলিপি গ্রহন করেন এবং বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে ড. নজরুল ইসলাম নিয়োগপ্রাপ্ত হন। বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে বাহরাইনে পৌঁছার দেড় মাস পর এটি ছিল মন্ত্রী পর্যায়ের প্রথম বৈঠক।
বুধবার বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি প্রকাশিত হয়। এতে উল্লেখ করা হয় বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী বাহরাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রশংসা করেন, যা সকল স্তরের উন্নয়নের সাক্ষ্য বহন করছেন। এ ছাড়া দুই বন্ধুত্বপূর্ণ দেশ ও তাদের জনগণের আকাঙ্খা পূরণে বাহরাইন আঞ্চলিক সহযোগিতার সম্পর্ককে জোরদার ও বৃদ্ধির প্রতি আগ্রহ প্রকাশ করেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল্লাতিফ বিন রশিদ আল জায়ানী নবনিযুক্ত রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তার কূটনৈতিক দায়িত্ব পালনে সর্বিক সফলতা কামনা করেন।
বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক বিষয়ক উপ-সচিব ড. শেখ আব্দুল্লাহ বিন আহমেদ বিন আব্দুল্লাহ আল খলিফা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব ড. শেখা রানা বিনতে ঈসা আল খলিফা, বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোঃ রবিউল ইসলাম।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন