করোনাভাইরাস মোকাবেলায় অনেকটাই সফল পর্যটন নগরী মালয়েশিয়া। তাই আগামী ৪ মে থেকে আগের রূপে ফিরতে যাচ্ছে তারা। শুক্রবার মহান মে দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন এই ঘোষণা দেন।
তিনি বলেন, আমরা করোনাভাইরাস মোকাবেলায় সফল হয়েছি। করোনাভাইরাস মোকাবেলায় চলমান নিয়ন্ত্রণ আদেশ মুভমেন্ট কন্ট্রোল অডার (এমসিও) চতুর্থবারের মতো চলছে। যা শেষ হওয়ার কথা রয়েছে ১২ মে। তবে এর মধ্যে দিয়ে আমরা কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে যেখানে প্রচুর মানুষের উপস্থিতি থাকে এমন কিছু বাদ রেখে বাকি সবগুলোই ব্যবসা পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, প্রায় সব অর্থনৈতিক ক্ষেত্র এবং ব্যবসায়িক কার্যক্রমকে ৪ মে থেকে শর্ত সাপেক্ষে ব্যবসা পুনরায় চালু করার অনুমতি দেওয়া হবে।
বর্তমানে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে পরামর্শের পরে এবং অর্থনৈতিক অ্যাকশন কাউন্সিল, জাতীয় সুরক্ষা কাউন্সিল ও মন্ত্রিসভা বৈঠককালে দীর্ঘ আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রচুর লোক সমাগম হয় এমন শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করা হবে না।
বিডি প্রতিদিন/ফারজানা