সৌদি আরবের রিয়াদের একাধিক স্থানে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি আশরাফ আলী শিকদার।
রিয়াদের বাংলাদেশি অধ্যুষিত এলাকা হারা, বাথাসহ বেশকিছু এলাকায় প্রবাসীদের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেন চট্রগ্রামের এই কৃতি সন্তান।
আশরাফ আলী শিকদার বলেন, করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বেকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক প্রবাসী বাংলাদেশি। অনেকে খাদ্য সংকটের কারণে ঠিকমতো সেহরী ও ইফতার করতে পারছেন না তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করার চেষ্টা করছি। পর্যায়ক্রমে এক হাজার বাংলাদেশিকে এই সহযোগিতা দেয়া হবে।
তিনি আরও বলেন, প্রাণঘাতী করোনা থেকে রক্ষা পেতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে অসহায় প্রবাসীদের পাশে দাঁড়াতে হবে।
বিডি প্রতিদিন/আরাফাত