টানা ৪৮ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পর স্পেনের নাগরিকরা আজ ঘর থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন। করোনাভাইরাসের প্রকোপ কমতে থাকায় পরিস্থিতি বিবেচনা করে শিশু কিশোরদের পাশাপাশি বয়স্ক নাগরিকদেরও আজ ঘরের বাইরে মুক্ত বাতাসে বের হওয়ার সুযোগ দিয়েছে সরকার। তবে বয়সের তারতম্য অনুসারে নির্দিষ্ট সময়ও ভাগ করে দেয়া হয়েছে।
গত এক সপ্তাহ ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা স্বস্তিজনকহারে কমায় স্পেন সরকার চলমান জরুরি অবস্থার অনেকগুলো বিষয় শিথিল করেছে। এরই ধারাবাহিকতায় রাস্তায় নাগরিকদের বের হওয়া, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান, রেস্তোরাঁ শর্ত সাপেক্ষে খোলার অনুমতি প্রদানসহ ৪ ধাপের পরিকল্পনা নেয়া হয়েছে। আজ থেকে যারা ঘর থেকে বেরুবেন, তাদেরকে নির্দিষ্ট সময় মেনে চলতে হবে।
শারীরিক অনুশীলন ও সংক্ষিপ্ত হাঁটা বা পায়চারির জন্য সকাল ৬টা থেকে সকাল ১০টা ও বিকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে ১৪ বছর উর্ধ্ব নাগরিকরা এ সময়ের মধ্যে দিনে একবার ঘর থেকে বের হতে পারবেন। তবে তাদেরকে বাড়ির ১ কিলোমিটারের মধ্যে থাকতে হবে। একই বাড়ির দুইজন একসাথে সংক্ষিপ্ত হাঁটা বা পায়চারি করতে পারবেন। তবে অন্য লোকজন থেকে ১-২ মিটার দূরত্ব বজায় রাখতে হবে। এছাড়া খেলাধুলা কিংবা শারীরিক অনুশীলন করতে হলে এককভাবে তা করতে হবে।
সত্তোরোর্ধ প্রবীণ ও পরনির্ভরশীল ব্যক্তিরা সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বিকাল ৭টা থেকে বিকাল ৮টা পর্যন্ত একা কিংবা কোন সঙ্গী বা সাহায্যকারী একজনকে (যাদের বয়স ১৪ থেকে ৭০ বছর) নিয়ে ঘর থেকে বের হতে পারবেন।
১৪ বছরের নীচের কম বয়সী শিশুদের বাইরে বের হওয়ার সময় নির্ধারণ করা হয়েছে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা। বাবা কিংবা মা কিংবা কেয়ারার এর মধ্য থেকে একজন তাদের সাথে যেতে পারবেন। বাড়ির ১ কিলোমিটারের মধ্যে অবস্থান এবং নির্ধারিত সময়ের মধ্যে দিনে একবার বাড়ি থেকে শিশুদের নিয়ে বেরুতে পারবেন অভিভাবক।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব ম্যুনিসিপালিটির জনসংখ্যা ৫ হাজারের কম, সেখানে উল্লেখিত সময় নির্ধারণ তালিকা প্রযোজ্য হবে না।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে স্পেনে ১৪ মার্চ থেকে জরুরি রাষ্ট্রীয় সতর্কতা জারি করা হয়। এরপর থেকেই দেশটির নাগরিকরা কার্যত গৃহবন্দি রয়েছেন। করোনাভাইরাসের প্রকোপ পুরোপুরি নিয়ন্ত্রণে না এলেও সরকার চলমান জরুরি অবস্থায় অনেকগুলো বিষয় শিথীল করেছে। ২৬ এপ্রিল থেকে শিশু কিশোরদের একটি নির্দিষ্ট সময়ে ঘর থেকে বের হওয়ার সুযোগ দেয়ার পর আজ (২ মে) থেকে বয়স্কদেরও ঘর থেকে বের হওয়ার সুযোগ দিয়েছে সরকার। পাশাপাশি সরকারের ৪ ধাপের পরিকল্পনার সঠিক বাস্তবায়ন এবং তা ফলপ্রসু হলে জুন মাসের শেষের দিকে করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে স্বাভাবিক জীবন যাত্রায় ফিরে যাবে স্পেন- এমন আশার কথা গত ২৮ এপ্রিল সংবাদ সম্মেলনে ব্যক্ত করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ