নিউইয়র্কে শুক্রবার করোনায় আরও দুই বাংলাদেশি মারা গেছেন।
হাসপাতালের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদা জানান, জ্যামাইকার অধিবাসী ফরিদউদ্দিন (৭৩) স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
অপরদিকে, ব্রুকলীনে বসবাসরত চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সন্তান শামসুদ্দিন চৌধুরী (৫৫)’র মৃত্যুসংবাদ নিশ্চিত করেছেন কমিউনিটি লিডার কাজী আজম। এ নিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৯৫ বাংলাদেশি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ