পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন ইনজামামের সাবেক সতীর্থ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বর্তমান প্রধান রমিজ রাজা।
রমিজ টুইট করে লেখেন, ‘ভালো থেকে ইনজি। তুমি বাড়ি ফিরে এসেছ, এটা খুব ভালো খবর। বিশ্রাম নাও, আর সেরে ওঠো বন্ধু।’
পাকিস্তানের হয়ে ১৯৯২ বিশ্বকাপজয়ী ইনজামাম গত তিন দিন ধরে বুকের ব্যথার কথা জানিয়েছিলেন। প্রাথমিকভাবে তার শরীর পরীক্ষা করে কিছু না পাওয়া গেলেও সোমবার দেখা যায় তার হার্ট অ্যাটাক হয়েছে। পরে তার শরীরে সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়। বর্তমানে সুস্থ আছেন দেশটির সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ