সময়টা মোটেও ভালো যাচ্ছে না তামিম ইকবালের। আগের ম্যাচে ১২ রান করে আউট হওয়া এই বাঁহাতি ওপেনার এবার করেছেন মাত্র ১৪ রান। তার দলও জয় পায়নি। কিন্তু দুই দল সমান রান করায় ম্যাচটি টাইয়ে শেষ হয়েছে।
বৃহস্পতিবার নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগের (ইপিএল) দ্বিতীয় আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ললিতপুর প্যাট্রিয়টসের মুখোমুখি হয় তামিমের দল ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্স। আগে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ললিতপুর করে ১৭৭ রান। জবাবে ৫ উইকেট হারিয়ে তামিমরাও সমান রান করলে খেলা টাই হয়ে যায়।
লক্ষ্য তাড়া করতে নেমে বেকায়দায় পড়ে যায় ভাইরাহওয়া। তামিমের ওপেনিং পার্টনার প্রদীপ অইরি ৮ বলে ২ রান করে আউট হয়ে যান। অন্যদিকে দেখেশুনে খেলতে থাকেন তামিম। কিন্তু বেশিদূর যেতে পারেননি তিনি। ১৬ বলে ১৪ রান করে তিনি ললিতপুরের অধিনায়ক কুশল ভুরতেলের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। তার ইনিংসটি ছিল তিনটি বাউন্ডারিতে সাজানো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ