ইংলিশ প্রিমিয়ার লিগে সাউদাম্পটনকে হারিয়ে শীর্ষ উঠেছে চেলসি। শনিবার ঘরের মাঠ স্টামফোর্ডে সাউদাম্পটনকে ১-৩ গোলে হারিয়ে মাঠ ছাড়ে চেলসি।
স্টামফোর্ডে ম্যাচের নবম মিনিটেই ট্রেভহ চালোভার গোলে এগিয়ে যায় চেলসি। তবে বিরতির পর ৬১তম মিনিটে জেমস ওয়ার্ড-প্রোওয়েসের পেনাল্টি থেকে পাওয়া গোলে সমতায় ফেরে সফরকারী সাউদাম্পটন।
কিন্তু খেলার ৭৭তম মিনিটে সেই গোলদাতা জেমস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সাউদাম্পটন। এরই সুযোগ খেলার ৮৪তম মিনিটে টিমো ভার্নার গোল করে চেলসিকে লিড এনে দেন। আর ৮৯তম মিনিটে বেন চিলওয়েল আরও একটি গোল দিয়ে স্বাগতিকদের জয় নিশ্চিত করেন।
লিগে ৭ ম্যাচে ৫ জয়, এক ড্র ও সমান হারে ১৬ পয়েন্ট চেলসির। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় লিভারপুল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন