ফুটবলে কি এখন নতুন ট্রেন্ড নিয়ে আসছেন লিওনেল মেসিরা? ফ্রি কিকের সময় মানব দেয়ালের পিছনে শুয়ে পড়েছিলেন মেসি। মাটি ঘেঁষা শট যাতে গায়ে লেগে থমকে যায়। ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মেসির সেই ছবি ভাইরাল হয়েছিল। পেপ গুয়ার্দিওলার বিরুদ্ধে পিএসজি'র পক্ষে প্রথম গোল করেছিলেন মেসি। তবু ওই দৃশ্য গেঁথে গিয়েছে ফুটবল বিশ্বের মনে।
মেসির এমন ভূমিকা কি ঠিক ছিল? না নিয়ে প্রশ্নের অন্ত নেই। বিশেষজ্ঞমহল বলছে, কোনও ফরোয়ার্ডেরই মাটিতে শুয়ে পড়া মেনে নেওয়া যায় না। সেই তালিকায় রয়েছেন রিও ফার্ডিনান্ডও। তিনি সাফ বলে দিলেন, ট্রেনিং গ্রাউন্ডে ফ্রি কিক প্র্যাক্টিসের সময় যখন মেসিকে এমনটা করতে বলেছিলেন মোরিসিও পোচেত্তিনো, তখন তার কাছে গিয়ে কারও বলা উচিত ছিল, না মেসি, এটা করো না। মেসির ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না।
মেসি মানে ম্যাজিক। মেসি মানে চোখধাঁধানো গোল। কিন্তু সেই তিনিই কেন মাটিতে শুয়ে পড়বেন ফ্রি কিক আটকানোর জন্য? মেসিকে এই দায়িত্ব দেওয়ার পিএসজি কোচও কম সমালোচিত হননি।
ফার্ডিনান্ড যেমন বলেই দিয়েছেন, এটা মেসি করতে পারে না। এটা ওকে অসম্মান করা। আমি এটা মেনে নিতে পারছি না। যদি আমি পিএসজি টিমে থাকতাম, নিশ্চিত ভাবেই মেসিকে বলতাম- শোনো, আমি তোমার বদলে মাঠে শুয়ে পড়ব। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, তার মতো ফুটবলারের মাটিতে শুয়ে ফ্রি কিক আটকানো দেখতে পারব না। আরে সে লিও মেসি। মাটিতে শুয়ে সে নিজের টি-শার্ট ময়লা করতে পারে না।
শুধু মেসি নন, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গেও নিয়মিত যোগাযোগ আছে রিও ফার্ডিনান্ডের। মেসি গোল করার পর দিনই আবার সিআর সেভেন ইনজুরি টাইমের গোলে জিতিয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডকে। রিও ফার্ডিনান্ড বলেন, ম্যাচের পর রোনালদো আমাকে মেসেজ করেছিল। লিখেছে, আমি ভালো খেলতে পারিনি। কিন্তু জানতাম যে গোল করবই। এই রকম একটা বিশ্বাস নিয়েই সে ম্যাচের পর ম্যাচ মাঠে নামে। এটা সত্যিই যে ম্যানচেস্টার উইনাইটেড তেমন খেলতে পারেনি। তবে শেষ পর্যন্ত জয় এসেছে রোনালদোর জন্যই।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত