লা লিগায় শনিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। এ ম্যাচে বার্সাকে ২-০ গোলে হারিয়েছে অ্যাটলেটিকো। দলটির হয়ে উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেস নিজে একটি গোল করেছেন, একটি গোলে করিয়েছেন।
সুয়ারেস গোল দিতে পারলেও পুরো বার্সা দল মিলেও একটা গোল করতে পারেনি। ৯০ মিনিট কেন আরও তিন ঘন্টা খেললেও নাকি গোলের দেখা পেত না বাসা- এমনটি মনে করছেন খোদ বার্সা তারকা জেরার্ড পিকে। ম্যাচ শেষে বার্সার পুরনো যোদ্ধা পিকে বলেন, ‘আমরা আরো তিন ঘণ্টা ধরে খেললেও অ্যাটলেটিকোর বিপক্ষে গোল করতে পারতাম না।’
সূত্র: মার্কা
বিডি প্রতিদিন/ ওয়াসিফ