শিরোনাম
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০১৪ ০০:০০ টা

আলতাদিঘি উদ্যান

আলতাদিঘি উদ্যান

নওগাঁর ধামইরহাট উপজেলায় একটি দিঘিকে কেন্দ্র করে গড়ে উঠেছে সুবিশাল বনভূমি। শালবন এবং বিভিন্ন প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ ২৬৪ হেক্টর জমির এই বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে প্রায় ৪৩ একর আয়তনের একটি বিশাল দিঘি, যা 'আলতাদিঘি' নামে পরিচিত। পরিবেশ ও বন মন্ত্রণালয় ২০১১ সালে একে 'আলতাদিঘি জাতীয় উদ্যান' হিসেবে ঘোষণা করেছে। এ উদ্যানে একটি সুপরিসর দিঘি রয়েছে। দিঘিটির নাম আলতাদিঘি। আলতাদিঘির দৈর্ঘ্য ১.২০ কিলোমিটার এবং প্রস্থ ০.২০ কিলোমিটার।

এ দিঘিটির উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী এখানে একটি পশু চিকিৎসা কেন্দ্র নির্মাণ করা হবে। বন্যপ্রাণী ও উদ্যান তদারকির জন্য নির্মিত হবে চারটি অবজারভেশন টাওয়ার। পর্যটকদের সুবিধার্থে ১০টি সাইনবোর্ড, একটি গাইড ম্যাপ, চারটি ছাতা শেড, ১০টি কাঠের তৈরি বসার বেঞ্চ, একটি পার্কিং এলাকা এবং ১০টি আরসিসি বসার বেঞ্চ নির্মাণ করা হবে। এ ছাড়া উদ্যানের পরিধি বাড়াতে পাঁচ হাজার দুর্লভ প্রজাতির চারা রোপণ করা হবে।

 

 

সর্বশেষ খবর