ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার প্রত্যন্ত বুড়িপুকুর গ্রামে বসবাসরত অদম্য মেধাবী শিক্ষার্থী জুই আক্তার সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। কিন্তু তার এই সাফল্যের পেছনে রয়েছে এক কঠিন সংগ্রামের গল্প—দারিদ্র্য, প্রতিকূলতা আর সীমাবদ্ধতার বাধা পেরিয়েই সে এই সাফল্য অর্জন করেছে।
জুইয়ের ভবিষ্যত যেন থমকে না যায়—এই চিন্তা থেকেই তার পাশে এসে দাঁড়িয়েছে দেশের বৃহত্তম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বসুন্ধরা শুভসংঘ।
শনিবার (১৯ জুলাই) রাণীশংকৈল ডিগ্রি কলেজ মিলনায়তনে শুভসংঘের রাণীশংকৈল উপজেলা শাখার আয়োজনে জুই আক্তারকে সহায়তা হিসেবে তুলে দেওয়া হয় বিভিন্ন উপহার সামগ্রী। এর মধ্যে ছিল শিক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক, পরিবারের এক মাসের খাদ্যসামগ্রী (চাল-ডালসহ) এবং স্কুলে যাতায়াতের জন্য একটি নতুন বাইসাইকেল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শুভসংঘ উপজেলা শাখার সভাপতি মহাদেব বসাক। স্বাগত বক্তব্য দেন জাতীয় দৈনিক কালের কণ্ঠ-এর রাণীশংকৈল প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। মীরা মেডিকেল ফার্মেসির স্বত্বাধিকারী মাসুদ রানা অনুষ্ঠানে জুইকে বাইসাইকেলটি তুলে দেন।
রাণীশংকৈল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সহসভাপতি শাহাদাত হোসেন ও খলিলুর রহমান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, চোপড়া-দোশিয়া (সিডি) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, গাজিরহাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবিরুল ইসলাম কবির, জুইয়ের বাবা-মা ও নানী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
সহায়তা পেয়ে আবেগঘন কণ্ঠে জুই বলেন, “বসুন্ধরা শুভসংঘের সহযোগিতা আমার চলার পথে অনেকটা ভরসা হয়ে উঠেছে। আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই এবং ভবিষ্যতে ডাক্তার হতে চাই।”
শুভসংঘের নেতারা জানান, তারা জুইয়ের মতো মেধাবী ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছেন।
বিডি প্রতিদিন/আশিক