১৮ এপ্রিল, ২০১৯ ২২:৩৫

সিলেট শাবিতে ‘টেক ফেস্ট’, অংশ নিচ্ছে ৫৪ বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট শাবিতে ‘টেক ফেস্ট’, অংশ নিচ্ছে ৫৪ বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশের ৫৪টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট ২০১৯’ শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। 

বিশ্ববিদ্যালয়গুলোর অন্তত এক হাজার প্রতিযোগী প্রোগ্রামিং, সফটওয়্যারসহ পাঁচটি প্রতিযোগীতায় অংশ নেবে।

টেক ফেস্টের আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রধান অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সেমিনার কক্ষে এ সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ, ফেস্টের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান, সহকারী অধ্যাপক আসিফ মো. সামির।

এই ফেস্টের আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের সিএসই, ইইই ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ।

ড. এম জহিরুল ইসলাম বলেন, ‘দুই দিনব্যাপী এলআইসিটি সাস্ট টেক ফেস্ট এর উদ্বোধন শুক্রবার সকাল সাড়ে ৯টায় আইআইসিটি ভবনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল উপস্থিত থাকবেন।’

তিনি জানান, পাচঁটি ভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে এই ফেস্ট অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতাগুলো হলো আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা, হ্যাকাথন, রোবো ফাইট, প্রজেক্ট এক্সিবিশন ও মেজ সলভার। এছাড়া তিনটি সেমিনার, একটি ক্যারিয়ার টক ও একটি টেক টক অনুষ্ঠিত হবে। ২১ এপ্রিল সকালে এ টেক টকে প্রধান অতিথি হিসেবে থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অন্যদিকে শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব। এছাড়া বিশেষ অতিথি হিসেবে শাবির স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি এর  ডিন অধ্যাপক ড. মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, এলআইসিটি এর প্রজেক্ট ডিরেক্টর মো. রেজাউল করিম উপস্থিত থাকবেন। উদ্বোধনী ও সমাপনীর সভাপতিত্ব করবেন ফেস্টের আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।

ফেস্টের যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক মো. সাইফুল ইসলাম খান জানান, বিভিন্ন প্রতিযোগীতায় দেশের মোট ৫৪টি বিশ্ববিদ্যালয়ের মোট ২০০টি দলের অন্তত ১০০০ প্রতিযোগী এ ফেস্টে অংশ নিবেন। প্রতিযোগীতায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিও অংশ নিচ্ছে। আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতায় ১৬০টি দল, হ্যাকাথনে  ৩৬টি দল, রোবোটিক্সে মেইজ সলভারে ১২টি দল ও রোবোফাইটে ১৬টি দল প্রতিযোগীতা করবে।

বিডি প্রতিদিন/১৮ এপ্রিল ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর