বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কন্টিনজেন্টের ২২তম ব্যাচের ক্যাডেটদের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের মাঠে মুজিব মঞ্চের সামনে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমসিকিউ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ইসলামিক স্টাডিজ বিভাগের করিডরে মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছে।
নতুন ক্যাডেটদের ভর্তি পরীক্ষায় বিভিন্ন বিভাগের ২০২০-২১ এবং ২০২১-২২ শিক্ষাবর্ষের মোট ২৫৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে মৌখিক পরীক্ষায় যেসকল শিক্ষার্থী উত্তীর্ণ হবে তাদেরকে সাময়িক ক্যাডেট হিসেবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন জবির বিএনসিসির কোম্পানি কমান্ডার পিইউও আতিয়ার রহমান।
তিনি ছাড়াও এ সময় পিইউও সাজিয়া আফরিন, সামরিক প্রশিক্ষক কর্পোরাল মো. সোহেল এবং ক্যাডেট আন্ডার অফিসার মো. মামুন শেখ, ক্যাডেট ইনচার্জ সার্জেন্ট মো. স্বপন মিয়াসহ কন্টিনজেন্টের অন্যান্য ক্যাডেটরা উপস্থিত ছিলেন। এর আগে গত ২২ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যাডেট সংগ্রহ সপ্তাহ পালন করে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী এই সংগঠনটি।বিডি প্রতিদিন/হিমেল