আন্তর্জাতিক শ্রম সংস্থার ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে স্ক্রিল ২১ প্রকল্প কারিগরি শিক্ষাকে জনপ্রিয় করতে একটি ক্যাম্পেইন কৌশল, কর্ম পরিকল্পনা তৈরি করে এর বাস্তবায়ন করছে। প্রাথমিকভাবে ‘কারিগরি দক্ষতা ও সমৃদ্ধি’ ক্যাম্পেইনটি ২০২১ সালে সিলেট, গাইবান্ধা ও রাঙ্গামাটিতে বাস্তবায়িত হয়। এই ক্যাম্পেইনের সফলতা দেখে সরকার বিভাগীয় পর্যায়ে এই ক্যাম্পেইনের বাস্তবায়ন শুরু করে।
কারিগরি শিক্ষার সচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে আজ চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম ক্যাম্পাস ওপেন ডে আয়োজন করেছে। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম সফলভাবে এই ক্যাম্পেইন পরিচালনা করে। কমিউনিটি মোবিলাইজেশন, ইনস্টিটিউট পর্যায়ের কার্যক্রম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম এই তিন পর্বের দ্বিতীয় পর্বের একটি হলো ক্যাম্পাস ওপেন ডে। কমিউনিটি পর্যায়ে পরিচালিত বিভিন্ন কার্যক্রমের মধ্যে রয়েছে অভিভাবক সভা, হটস্পট কার্যক্রম ইত্যাদি। পোস্টার, কারিগরি শিক্ষা বিষয়ক বুকলেট, তথ্য বোর্ড এবং বার্তাগুলো চট্টগ্রামে প্রায় ১১ হাজার মানুষ সরাসরি গ্রহণ করেছে।
ক্যাম্পাস ওপেন ডে-র কার্যক্রম শিক্ষক এবং শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র্যালির মাধ্যমে শুরু হয়। এছাড়াও ক্যাম্পাস ওপেন ডে-তে চাকরি মেলা, দক্ষতা প্রদর্শন, দক্ষতা প্রতিযোগিতা, ক্যারিয়ার আলোচনা এবং সক্ষমতা বৃদ্ধি কর্মশালা অনুষ্ঠিত হয়।
ক্যাম্পাস ওপেন ডে উদ্বোধন করেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মাদ আনোয়ার পাশা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. অহিদ সিরাজ চৌধুরী (স্বপন), চট্টগ্রাম ওইমেন্স চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফা। আরও উপস্থিত ছিলেন আইএলওর টিভিইটি স্পেশালিস্ট লিগায়া দুমাওয়াং-সহ উচ্চপদস্থ কর্মকর্তারা।
ক্যাম্পাস ওপেন ডে সবার জন্য উন্মুক্ত ছিল। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রামের বিভিন্ন ট্রেডের শিক্ষার্থীরা দিনব্যাপী তাদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি দক্ষতা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চারটি ট্রেড, চারটি অকুপেশনের ছাত্র-ছাত্রীরা দক্ষতা প্রতিযোগিতা এবং প্রকল্প মডেল তৈরি করে এবং ১২ জন পুরস্কৃত হয়। সফল স্নাতকরা তাদের গল্পগুলো দর্শকদের কাছে বলেছে, যাতে তারা টিভিইটি শিক্ষায় অন্যদের অনুপ্রাণিত করে।
ক্যারিয়ার ওয়ার্কশপের মাধ্যমে কর্মজীবন ও চাকরির স্থান নির্ধারণ এবং এর জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পর্কে আলোচনা হয় ক্যারিয়ার ওয়ার্কশপে। স্থানীয় শিল্প প্রতিনিধিরা চাকরির মেলায় অংশগ্রহণ করে এবং ১১ শতাধিক সিভি সংগ্রহ করে।
বিডি প্রতিদিন/এমআই