দীর্ঘ ৮ বছর পর আগামী ১৬ অক্টোবর অনুষ্ঠিতব্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতি সক্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকদের একাংশ উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলমের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে 'মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষক পরিষদ' নামে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের বিপরীতে পাল্টা সংগঠন গঠন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও বামপন্থী শিক্ষকদের সাথে ঐক্যবদ্ধ হয়ে 'শিক্ষক ঐক্য পরিষদ' নামে সিনেট নির্বাচনে প্যানেল ঘোষণা করেন।
রবিবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্যানেল ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা ব্যক্তি স্বার্থে নয় বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন বলে জানান। এসময়, বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী করতে বার্ষিক গবেষণা ফান্ড গঠন ও দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর সহবস্থান নিশ্চিত করাসহ ১৩ দফা নির্বাচনী প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা।
লিখিত বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ও সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী মোহাম্মদ কামরুল আহছান বলেন, উপাচার্য বিভিন্ন ক্ষেত্রে চরম উদাসীনতা ও দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়ে যাচ্ছেন। নৈতিক অসচ্চরিত্রতার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হলেও পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনিকে বরখাস্ত না করা, সমাবর্তনের আয়-ব্যয়ের হিসাব না দেয়া, ক্যাম্পাসে দল-মত নির্বিশেষে সকল শিক্ষার্থীর সহবস্থান নিশ্চিত না করা ইত্যাদি তার প্রকৃষ্ট উদাহরণ। আমাদের প্যানেল নির্বাচনে বিজয়ী হলে শিক্ষক ও শিক্ষার্থীদের সব দাবি বাস্তবায়ন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ‘মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদের’ আহ্বায়ক অধ্যাপক মোতাহার হোসেন, সদস্য অধ্যাপক সোহেল আহমেদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ কামরুল আহছান, অধ্যাপক শামছুল আলম, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক সোহেল রানা, অধ্যাপক মাফরুহী সাত্তার, অধ্যাপক মনোয়ার হোসেন, অধ্যাপক আব্দুর রব, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক নজরুর ইসলাম, অধ্যাপক আমিনুর রহমান, সহযোগী অধ্যাপক মাসুদা পারভীন, সহযোগী অধ্যাপক আমিনা ইসলাম, সহযোগী অধ্যাপক রেজাউল রকিব, সহযোগী অধ্যাপক রায়হান শরীফ প্রমুখ।
এদিকে, গত ২ অক্টোবর আওয়ামীপন্থিদের একাংশের নবগঠিত 'মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আর্দশের শিক্ষক পরিষদ'কে বিভ্রান্ত আখ্যা দিয়ে সিনেট নির্বাচনকে ঘিরে ৩৩ সদস্যের প্যানেল ঘোষণা করেছে বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।
এর আগে, সবশেষ জাবিতে ২০১৫ সালের ১১ অক্টোবর সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল