শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৯ ০০:০০ টা

কাউসারের সঙ্গে পুড়েছে তার ব্যাংকার হওয়ার স্বপ্ন

কুমিল্লা প্রতিনিধি

কাউসারের সঙ্গে পুড়েছে তার ব্যাংকার হওয়ার স্বপ্ন

চকবাজারে নিহত কাউসার

ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহত কুমিল্লার হোমনার কাউসার আলমের বাড়িতে শোকের মাতম থামছে না। কাউসারের স্বপ্ন ছিল ব্যাংকার হওয়া। কাউসার ঢাকা বিশ্ব দ্যিালয়ে ব্যবস্থাপনা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। গতকাল সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী কাউসারের বাড়িতে গিয়ে পরিবারকে সমবেদনা জানান। বৃহস্পতিবার রাতে হোমনা উপজেলার শ্রীপুর গ্রামে তার নিজ বাড়িতে দাফন করা হয় কাউসারকে। কাউসার কোরআনে হাফেজও ছিলেন। পড়াশোনার পাশাপাশি চকবাজারে আল মদিনা মেডিকেল, ডেন্টাল ইউনিট এবং একটি ওষুধের ফর্মেসি চালাতেন। চার ভাইয়ের মধ্যে তিনি তৃতীয়। কাউসার পুরান ঢাকায় সপরিবারের থাকতেন। আবদুল্লাহ নামে তার একটি ছেলে এবং নুসাইবা নামে একটি মেয়ে রয়েছে। শাহাদাতের বাড়িতে আহাজারি : ঢাকার চকবাজারে অগ্নিকান্ডে নিহত শাহাদাত হোসেন (৩৫) ব্রাহ্মণপাড়া উপজেলার দর্পনারায়ণপুর গ্রামের মোসলেম উদ্দিন সরকারের ছেলে। গতকাল দর্পনারায়নপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শাহাদাত দীর্ঘদিন ধরে ঢাকায় একটি বেকারিতে সেলসম্যানের কাজ করতেন। ঘটনার সময় তিনি কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে চকবাজারে অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মারা যান। নিহত শাহাদাতের সাজেদুল ইসলাম সরকার (৮) ও জুনায়েদ সরকার (২) নামে ২টি ছেলে সন্তান রয়েছে।  নিহতের পরিবারকে জেলা প্রশাসকের পক্ষ থেকে গতকাল ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া সিদ্দকা নগদ অর্থ প্রদান করেন।

সর্বশেষ খবর