শনিবার, ৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ টা

চিকিৎসক আটকের প্রতিবাদে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভুল চিকিৎসায় শিক্ষিকার মৃত্যুর অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় তিন চিকিৎসককে কারাগারে পাঠানোর প্রতিবাদে আজ শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য প্রাইভেট প্র্যাকটিস বন্ধসহ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএমএ।  জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের সহকারী শিক্ষিকা নওশীন আহমেদ দিয়ার ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগে মামলা হয়। পরে পুলিশ শহরের খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতালের মালিক ও পরিচালক ডা. ডিউক চৌধুরীসহ তিন চিকিৎসককে বুধবার গ্রেফতার করে জেলহাজতে পাঠায়। এর প্রতিবাদে জেলা বিএমএ চার দিনের কর্মসূচি ঘোষণা করেছে।  বৃহস্পতিবার বিএমএ ভবনে এক সভায় আজ শনিবার থেকে পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। জেলা বিএমএর সাধারণ সম্পাদক ডা. মো. আবু সাঈদ বলেন, একজন চিকিৎসকের ভুল চিকিৎসায় কেউ মারা গেল কিনা তা প্রমাণিত না হওয়া পর্যন্ত চিকিৎসকের জেলে থাকার বিষয়টি মানার মতো নয়। ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন বলেন,            কর্মবিরতি হলে বিকল্প ব্যবস্থায় সেবা নিশ্চিত করা হবে।

সর্বশেষ খবর