কুমিল্লার চলন মহাবিদ্যালয়ের মাঠে প্রতি সোমবার বসে গরু বাজার। এই জন্য ওইদিন কলেজে অঘোষিত ছুটি থাকে। সোমবার কখনো এক-দুইটা ক্লাস হয়, কোনো দিন তা-ও হয় না। এছাড়া শিক্ষকরা সময় মতো কলেজে আসেন না। অধ্যক্ষ প্রায়ই অনুপস্থিত থাকেন। এমন নানা অনিয়মে চলন মহাবিদ্যালয়ের গতি স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবক-শিক্ষার্থীদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের জানান, আমরা পরিদর্শনে গিয়ে অধ্যক্ষ ও কিছু শিক্ষককে অনুপস্থিত পেয়েছি। কলেজ মাঠে গরুর বাজারের বিষয়ে বলেন, ‘আমরা গুণগত শিক্ষার জন্য কাজ করছি। সেখানে মাঠে গরু বাজার এবং বাজারের জন্য কলেজ আগে ছুটি দিয়ে দেওয়া দুঃখজনক। এমপিওভুক্ত কলেজের সব সুবিধা সরকার দিচ্ছে, সেখানে মাঠে গরু বাজার দিয়ে আয় করা অযৌক্তিক। অভিযোগ আছে, অধিকাংশ শিক্ষক সময়মতো কলেজে আসেন না। কয়েকজন আবার বেতনের কিছু অংশ অধ্যক্ষকে দিয়ে কলেজে অনুপস্থিত থাকছেন। নিয়োগ শিক্ষকদের বদলে পার্টটাইম শিক্ষক দিয়ে ক্লাস করানো হয়। অধ্যক্ষ নিজেও নিয়মিত কলেজে যান না। শিক্ষা প্রশাসনের নজরে কিছু অনিয়ম ধরা পড়ায় চাপে পড়ে অধ্যক্ষ এক শিক্ষককে শোকজ ও অন্যজনকে সাময়িক বহিষ্কার করেছেন। তারা আবার অধ্যক্ষসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করেছেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল্লাহ মজুমদার বলেন, ‘অধ্যক্ষ নিজেই কলেজে আসেন সাড়ে ১১টার পর। তা-ও প্রত্যেকদিন আসেন না। গরু বাজারের বিষয়ে বলেন, ‘বাজারের আয় দিয়ে কলেজ উন্নয়নের কাজ করেন। গরু বাজারের দিন ১২টার দিকে কলেজ ছুটি দেওয়া হয়।’ অধ্যক্ষ আলী হোসেন মজুমদার বলেন, ‘আগে কিছু অস্বচ্ছ নিয়োগ হয়েছে। সে সব শিক্ষকদের দিয়ে দায়িত্ব পালন করাতে সমস্যা হচ্ছে।’ তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।
শিরোনাম
- আমার ছেলের খুনীর ফাঁসি যেন দেখে যেতে পারি: আবু সাঈদের বাবা
- দিল্লি বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৫, গ্রেফতার আরও এক কাশ্মীরি
- মালয়েশিয়ায় শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাইবারজায়া ইউনিভার্সিটি
- আফ্রিকার ছয় দেশে আছে রুশ সেনার উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
- ‘খালেদা জিয়াকে দেশের সেরা জয় উপহার দিতে চাই’
- উইঘুর যোদ্ধাদের চীনের কাছে হস্তান্তর করবে সিরিয়া
- ‘একটি দল ক্ষমতায় যেতে প্রলাপ বকছে’
- সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাশে থাকবে চীন
- বগুড়ায় কোলগ্রাম উচ্চ বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে চলছে পাঠদান
- শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলল ভারত
- মোংলায় জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণ বিষয়ক সমন্বয় সভা
- আকাশ প্রতিরক্ষা ও যুদ্ধবিমান চুক্তি চূড়ান্ত করতে ফ্রান্সে জেলেনস্কি
- অস্ট্রেলিয়ায় বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন
- ভারতের চা, মশলা, আমসহ কয়েকটি পণ্যে শুল্ক প্রত্যাহার করলেন ট্রাম্প
- নওগাঁর মান্দায় ধানের শীষে ডা. টিপুর নির্বাচনী পথসভা
- পাঙ্গাস পোনা শিকারের দায়ে জেলের কারাদণ্ড
- পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি মিলন কারাগারে
- রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক
- নির্বাচনের আগেই হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ড কার্যকরের দাবি সারজিসের
- কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে