কুমিল্লার চলন মহাবিদ্যালয়ের মাঠে প্রতি সোমবার বসে গরু বাজার। এই জন্য ওইদিন কলেজে অঘোষিত ছুটি থাকে। সোমবার কখনো এক-দুইটা ক্লাস হয়, কোনো দিন তা-ও হয় না। এছাড়া শিক্ষকরা সময় মতো কলেজে আসেন না। অধ্যক্ষ প্রায়ই অনুপস্থিত থাকেন। এমন নানা অনিয়মে চলন মহাবিদ্যালয়ের গতি স্থবির হয়ে পড়েছে বলে অভিযোগ অভিভাবক-শিক্ষার্থীদের। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক আবুল খায়ের জানান, আমরা পরিদর্শনে গিয়ে অধ্যক্ষ ও কিছু শিক্ষককে অনুপস্থিত পেয়েছি। কলেজ মাঠে গরুর বাজারের বিষয়ে বলেন, ‘আমরা গুণগত শিক্ষার জন্য কাজ করছি। সেখানে মাঠে গরু বাজার এবং বাজারের জন্য কলেজ আগে ছুটি দিয়ে দেওয়া দুঃখজনক। এমপিওভুক্ত কলেজের সব সুবিধা সরকার দিচ্ছে, সেখানে মাঠে গরু বাজার দিয়ে আয় করা অযৌক্তিক। অভিযোগ আছে, অধিকাংশ শিক্ষক সময়মতো কলেজে আসেন না। কয়েকজন আবার বেতনের কিছু অংশ অধ্যক্ষকে দিয়ে কলেজে অনুপস্থিত থাকছেন। নিয়োগ শিক্ষকদের বদলে পার্টটাইম শিক্ষক দিয়ে ক্লাস করানো হয়। অধ্যক্ষ নিজেও নিয়মিত কলেজে যান না। শিক্ষা প্রশাসনের নজরে কিছু অনিয়ম ধরা পড়ায় চাপে পড়ে অধ্যক্ষ এক শিক্ষককে শোকজ ও অন্যজনকে সাময়িক বহিষ্কার করেছেন। তারা আবার অধ্যক্ষসহ পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা করেছেন। কলেজ পরিচালনা কমিটির সভাপতি আনোয়ারুল্লাহ মজুমদার বলেন, ‘অধ্যক্ষ নিজেই কলেজে আসেন সাড়ে ১১টার পর। তা-ও প্রত্যেকদিন আসেন না। গরু বাজারের বিষয়ে বলেন, ‘বাজারের আয় দিয়ে কলেজ উন্নয়নের কাজ করেন। গরু বাজারের দিন ১২টার দিকে কলেজ ছুটি দেওয়া হয়।’ অধ্যক্ষ আলী হোসেন মজুমদার বলেন, ‘আগে কিছু অস্বচ্ছ নিয়োগ হয়েছে। সে সব শিক্ষকদের দিয়ে দায়িত্ব পালন করাতে সমস্যা হচ্ছে।’ তিনি বলেন, শিক্ষকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।
শিরোনাম
- দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন ফের গ্রেপ্তার
- দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত
- এসএসসিতে ফেল : বরিশালে পাঁচ ছাত্রীর আত্মহত্যার চেষ্টা, দুইজনের মৃত্যু
- এসএসসিতে গোল্ডেন এ প্লাস না পেয়ে বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা
- টানা বৃষ্টির প্রভাব রাজধানীর বাজারে
- এসএসসিতে অকৃতকার্য হওয়ায় গেন্ডারিয়ায় শিক্ষার্থীর 'আত্মহত্যা'
- সেই আলফি পাস করেছে
- এনবিআরের প্রথম সচিব তানজিনা বরখাস্ত
- ফ্যাসিবাদবিরোধীদের ঐক্য অটুট রাখার আহ্বান মামুনুল হকের
- দুদকের মামলায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেফতার
- মাকে মারধর করায় যুবককে পিটিয়ে হত্যা করল স্বজনরা
- ইউক্রেনের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগে জেলেনস্কির আহ্বান
- আবারও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের
- কুয়ালালামপুরে রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বিরল বৈঠক
- লঙ্কানদের ১৫৫ রানের চ্যালেঞ্জ ছুড়ে দিল টাইগাররা
- ট্রাম্পের লবিস্টদের লাখ লাখ ডলার দিচ্ছে দরিদ্র দেশগুলো
- নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
- জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য উপদেষ্টা
- ইয়েমেন থেকে ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
- কারাগারে একক সেলে নেওয়া হলো সাবেক আইজিপি মামুনকে