রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

জেলায় জেলায় খাদ্য সহায়তা

প্রতিদিন ডেস্ক

জেলায় জেলায় খাদ্য সহায়তা

দিনাজপুর শহরে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয় খাদ্যসামগ্রী

করোনাভাইরাস প্রতিরোধে সারা দেশে চলছে ১০ দিনের সাধারণ ছুটি। বন্ধ রয়েছে অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান এবং জরুরি সেবা ছাড়া সব ধরনের পরিবহন ব্যবস্থা। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। তাদের জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে খাবার সহায়তা। গতকাল দ্বিতীয় দিনের মতো জেলা-উপজেলায় হতদরিদ্রদের মধ্যে স্থানীয় প্রশাসন খাদ্যসামগ্রী বিতরণ করেছে। পাশাপাশি বিভিন্ন স্থানে ব্যক্তি উদ্যোগে দেওয়া হচ্ছে সহায়তা। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিধের খবর-  ফরিদপুর : কর্মহীন হয়ে পড়া দরিদ্র মানুষের বাড়ি বাড়ি সাহায্য নিয়ে যাচ্ছেন জেলা প্রশাসক অতুল সরকার। শনিবার সকালে তিনি শহরতলীর কাসিমাবাদ এলাকার মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। জেলা প্রশাসক জানান, ৯টি উপজেলার খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচিতে তিন হাজার ১০৬ পরিবারের জন্য ১১৫ মেট্রিক টন চাল ও নগদ ১৮ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দিনাজপুর : নিরাপদ দূরত্ব বজায় রেখে জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে শহরের বিভিন্ন স্থানে লিফলেট এবং অসহায় ও দরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা অন্ধ হাফেজ মোড়ে হতদরিদ্র খেটে খাওয়া মানুষদের হাতে খাদ্যদ্রব্য তুলে দেওয়া হয়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে দুই শতাধিক লোকের হাতে তুলে দেওয়া হয় খাবার সামগ্রী। বিশ্বনাথ : সিলেটের বিশ্বনাথে অসহায় মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে উপজেলা প্রশাসন। গতকাল উপজেলার অলংকারী ইউনিয়নে দরিদ্রদের মধ্যে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ কেজি আলু ও ২ লিটার তেল বিতরণের মাধ্যমে শুরু হয় এ কার্যক্রম। বরিশাল : জেলার ১০ উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে প্রশাসন। গতকাল শনিবারও ১০ উপজেলায় এই কার্যক্রম পরিচালিত হয়। শরীয়তপুর : জেলা প্রশাসক কাজী আবু তাহের ত্রাণসামগ্রীর একটি প্যাকেট গতকাল রুদ্রকর ইউনিয়নের এক দুস্থ ব্যক্তির বাড়ি পৌঁছে দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুস্থ মানুষ যাতে খাবারে কষ্ট না পায় সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শরীয়তপুর সদর উপজেলার ৭০০ পরিবারকে সরকারের পক্ষ থেকে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। নাটোর : অসহায় মানুষকে ১০ দিনের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী দিয়েছেন সৌদি প্রবাসী জহুরুল ইসলাম। গতকাল সকাল থেকে নাটোরের নলডাঙ্গা উপজেলার বামনগ্রামে শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করা হয় ৫ কেজি করে চাল, ৫ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি মসুর ডাল। ময়মনসিংহ : ময়মনসিংহের দুই শতাধিক সংবাদপত্র হকার, প্রেস ক্লাব ক্যান্টিন কর্মচারী এবং রিকশাচালকদের ১০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা প্রদান করেছেন জেলা প্রশাসক মিজানুর রহমান। এদিকে নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় সিটি মেয়র ইকরামুল হক টিটু রিকশাচালকদের মধ্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। ফরিদপুর : মধুখালী উপজেলার গোন্দারদিয়া, আড়কান্দি, আমডাঙ্গা, পুরান মধুখালী, বৈকণ্ঠপুর, রামদিয়া এলাকার শতাধিক লোকের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ : সদর উপজেলা কৃষকলীগ সভাপতি রুহুল আমিন গতকাল তার নিজ এলাকা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মাঝপাড়া, বালিগ্রাম, রামকৃষ্টপুর, শংকরবাটী, বটতলাহাট ও তেঁতুলতলার দরিদ্র মানুষদের মাঝে নগদ টাকা ও চাল-ডাল বিতরণ করেন। চাঁদপুর : মতলব উত্তর উপজেলায় আয় বন্ধ হওয়া সহস্রাধিক কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও সেবা প্রদানকারীদের পিপিই দিলেন আওয়ামী লীগ নেতা ও আহসান গ্রুপের পরিচালক এম. ইসফাক আহসান।  সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার মানবতা ও পরিবেশবাদী সংগঠন দি বার্ড সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস ফেসবুকের সহায়তায় ৫০ অসহায় পরিবারের মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। নরসিংদী : নরসিংদীর শীলমান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ১০ জন হতদরিদ্র পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়ে বিতরণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। তিনি জানান, প্রধানমন্ত্রীর ত্রাণভান্ডার থেকে পাঠানো খাদ্যসামগ্রী জেলার ১০ হাজার দরিদ্র পরিবারের মধ্যে বিতরণ করা হবে। বগুড়া : নিম্ন আয়ের লোকদের ১০ কেজি করে বিনামূল্যে চাল ও নগদ ৫০০ টাকা বিতরণ শুরু করেছে বগুড়া জেলা প্রশাসন। কুলি, মজুর, হোটেল শ্রমিক, রাস্তার পাশে ক্ষুদে ব্যবসায়ী, কাজের বুয়া, বেকার, তথা কর্মজীবী নিম্ন আয়ের মানুষদের মধ্যে এই চাল বিতরণ করা হবে। নোয়াখালী : নিম্ন আয়ের ২ হাজার ২৫০ পরিবারের মধ্যে ব্যক্তিগত তহবিল থেকে ত্রাণসামগ্রী বিতরণের উদ্যোগ নিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা। গতকাল উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাধ্যমে চাল, ডাল, তেল, পিয়াজ, লবণ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিতরণ করেন। মৌলভীবাজার : জেলা সড়ক ও জনপথ বিভাগে (সওজ) প্রকৌশলীদের উদ্যোগে অসহায়দের মধ্যে চাল, ডাল, আটা, পিয়াজ, তেলসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর