রবিবার, ২৯ মার্চ, ২০২০ ০০:০০ টা

শ্রমজীবী মানুষকে সহায়তার আহ্বান

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাস বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শহর ও গ্রামঞ্চলের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। গণপরিবহন বন্ধ থাকায় জনশূন্য হয়ে পড়েছে রাস্তাঘাট। সারা দেশের মধ্যে দিনাজপুরের ফুলবাড়ী শহর ও গ্রামের রাস্তায় দু-একটি রিকশা, অটোরিকশা দেখা গেলেও ভাড়া পাচ্ছেন না চালকরা। এ অবস্থায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও আবদুস সালাম চৌধুরী জানান, কভিড-১৯ এর প্রভাবে বিশ্ব আজ বিপর্যস্ত। সবার কল্যাণেই সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। অনেকে আছেন, দিনের রোজগার দিয়ে সেই দিনের আহারের ব্যবস্থা করেন। পাশাপাশি কিছু ভাসমান মানুষও রয়েছেন। সেই সব খেটে খাওয়া মানুষ যাতে দুই বেলা খেতে পারেন, সেজন্য সবাই এগিয়ে আসি। ফুলবাড়িবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কারও বাড়ির আশপাশে এই ধরনের (দুস্থ) মানুষ থাকলে তাদের পাশে দাঁড়ান। তারা যাতে ক্ষুধার্ত না থাকে। যদি তা সম্ভব না হয়, তাহলে তাদের নাম-ঠিকানা আমাদের জানান। আমাদের দুর্যোগ টিম তাদের সহায়তায় এগিয়ে যাবে।

সর্বশেষ খবর