বুধবার, ১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা!

দিনাজপুর প্রতিনিধি

করোনাভাইরাসের সুযোগ কাজে লাগিয়ে ফড়িয়া ও পাইকারী ব্যবসায়ীরা প্রান্তিক কৃষকদের সঙ্গে প্রতারণা করছেন। এতে জেলার শসা চাষিরা লোকসানের মুখে পড়েছেন। এ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে দিনাজপুরের বীরগঞ্জে দুই শতাধিক কৃষক মানববন্ধন করেছেন।

বীরগঞ্জের বড় জয়রাম বাজারে গতকাল মানববন্ধন চলাকালে এক কৃষক বলেন, বড় জয়ারাম বাজারে প্রতিদিন ১২-১৫ ট্রাক শসা কিনে পাইকার-ফড়িয়ারা ঢাকাসহ বিভিন্ন শহরে নিয়ে যায়। অথচ তারা বাজার ভাল না-দোহাই দিয়ে ৫২ কেজির এক বস্তা শষার দাম দিচ্ছেন মাত্র ৩০-৪০ টাকা। এতে আমাদের লেবার-ভ্যান ভাড়া দিয়ে কিছু থাকে না। লাভের আশায় শসা চাষ করে এখন আমাদের পথে বসতে হবে। কয়দিন আগেও দুই টাকা কেজি দরে শসা বিক্রি করলেও দিন দিন পাইকাররা দাম কমিয়ে দিচ্ছে। বিক্রি করতে না পারলে উৎপাদিত শসা নষ্ট করে দেওয়া ছাড়া গতি থাকবে না। বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নে চলতি মৌসুমে ২০০ একর জমিতে প্রায় ৩০০ কৃষক শসা চাষ করেছেন। এবার ফলনও হয়েছে ভাল।

সর্বশেষ খবর