আট জেলায় সড়ক দুর্ঘটনায় কলেজশিক্ষকসহ নয়জন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কের আহরন্দ ব্রিজ এলাকায় সকালে লরির নিচে চাপা পড়ে আনিস মিয়া (২২) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। তার বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নে। আহত হয়েছেন একই এলাকার বাসির (২৮) ও জুয়েল (২৪)। এদিকে বিজয়নগর উপজেলার চান্দুরায় ইটভাটায় ট্রাক্টর উল্টে নিহত হয়েছেন চালক ওয়াসিম (৩০)। তিনি সরাইল উপজেলার শাহবাজপুরের বাসিন্দা। সিলেট : কোম্পানীগঞ্জে দুটি মোটরসাইকেলের একজন নিহত ও পাঁচজন আহত হন। নিহতের নাম মুহিবুর রহমান রুবেল (৩১)। রবিবার রাতে ওসমানী মেডিকেলে তার মৃত্যু হয়। ময়মনসিংহ : সকালে গফরগাঁও-কান্দিরা সড়কে ইজিবাইক চাপায় লামিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে গফরগাঁও উপজেলার উথুরী গ্রামের ছোবহান মিয়ার মেয়ে। দিনাজপুর : দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী মামুনুর রশিদ বাবু প্রিন্স নামে এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার রাতে উপজেলার রাঙামাটি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তিনি ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক এবং উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন। গাজীপুর : শ্রীপুর উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকায় গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন সাগর মিয়া (২৬) নামে এক শ্রমিক। গতকাল দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সাগর মিয়া ভালুকা থানার কোট ভবন রোড এলাকার মানিক মিয়ার ছেলে। গোপালগঞ্জ : কাশিয়ানীতে প্রাইভেটকারের ধাক্কায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী হাফেজ হেদায়েত উল্লাহ (২০)। তিনি উপজেলার ফুকরা সরদারপাড়া নতুন জামে মসজিদে ইমামতি করতেন। সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার চাপ্তা মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেনী : ফুলগাজীর ঘনিয়া মোড়া এলাকায় সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে একজনের মৃত্যু ও দুজন আহত হয়েছেন। নিহত মইনুল ইসলাম জিহান (২২) উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের আবু সুফিয়ানের ছেলে। আহত দুজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মেহেরপুর : গাংনীতে গরু বোঝাই ট্রলি উল্টে মুতাহার আলী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকভলে কামারখালি সিন্দুরকোটা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
শিরোনাম
- আইপিএলে অনিশ্চয়তায় অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা
- দিল্লির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি পিন্ডির দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ
- এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করে এমবাপ্পের নতুন রেকর্ড
- তুরস্ক যে কারণে ভারতের বিরুদ্ধে প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন দেয়
- ব্যক্তি বা সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী অধ্যাদেশের খসড়া অনুমোদন
- রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে আ. লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো : জামায়াত আমির
- তীব্র তাপদাহে আক্রান্তদের জন্য মহাখালীতে হিটস্ট্রোক সেন্টার চালু
- কর ফাঁকির সুযোগ নেই, সবাইকে কর দিতে হবে: ডিএনসিসি প্রশাসক
- ১৫ বা তার কম বয়সেই যৌন সহিংসতার শিকার প্রতি পাঁচজন নারীর একজন
- কুয়াকাটায় নানা আয়োজনে বুদ্ধ পূর্ণিমা পালিত
- কিশোরগঞ্জে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু
- কলমাকান্দায় রক্তাক্ত অবস্থায় অজ্ঞাত ব্যক্তি উদ্ধার
- আমরণ অনশনের হুঁশিয়ারি বরিশাল নার্সিং কলেজের শিক্ষার্থীদের
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
সড়কে আট জেলায় কলেজ শিক্ষকসহ নিহত ৯
প্রতিদিন ডেস্ক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর