কুমিল্লার মুরাদনগর উপজেলা সদরের মধ্যপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে শাশুড়ি রেজিয়া খাতুনকে (৬০) নির্যাতন ও শরীরে গরম পানি ঢেলে দেওয়ার অভিযোগ উঠেছে পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে আমির হামজা ও পুত্রবধূ বিলকিছ বেগমের বিরুদ্ধে মুরাদনগর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রেজিয়া।
অভিযোগসূত্রে জানা যায়, আমির হামজা তার বোন আছমার কাছ থেকে আট বছর আগে ২ লাখ টাকা ধার নেন। ওসি মাহাবুবুল হক বলেন, এ বিষয়ে বৃহস্পতিবার রাতে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।