বাগেরহাটের শরণখোলায় মোবাইল ফোনে ছবি তোলাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম বেল্লাল (৩২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত আমিনুল ইসলাম বেল্লাল শরণখোলার রায়েন্দা ইউনিয়নের মালিয়া গ্রামের মো. সোহরাব হোসেন আকনের ছেলে।
শুক্রবার রাতে বেল্লালকে মারপিটের ঘটনা ঘটলেও ১০ ঘণ্টা পর হাসপাতালে নেয়ার পথে শনিবার ভোরে বেল্লালের মৃত্যু হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ দিলিপ কুমার সরকার জানান, বৃদ্ধের আপত্তিকর ছবি তুলে ফেসবুকে ছাড়াকে কেন্দ্র করে শুক্রবার রাতে বেল্লালকে মারধর করে আসাদুল ও ইসাহাক। শনিবার ভোরে হাসপাতালে নেয়ার পথে বেল্লালের মৃত্যু হয়। থানায় মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত আছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন