মেহেরপুরে ৩৯জন অসহায় শিশুকে ঈদ উপহার দিয়েছে শিশু কল্যাণ সংগঠক ‘অঙ্কুর’। গতকাল শুক্রবার মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক ইফতার মাহফিল শেষে শিশুদের মাঝে পোশাক বিতরণ করা হয়।
এসময় পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে নতুন পোশাক তুলে দেন। এতে আরও উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পি তানিম মাহমুদ, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার সাধারণ সম্পাদক মাসুদ রানা, অঙ্কুরের সাধারণ সম্পাদক মীর সাজ্জাদ রহমান শাফী, সিনিয়র সহসভাপতি নাজিয়া ফারিহা রিত্তিকা, সহসভাপতি ফারদিন ইমতিয়াজ, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ হোসেন রিওন, অর্থ সম্পাদক লিজা, দপ্তর সম্পাদকসহ অনেকে।
বিডি-প্রতিদিন/শফিক