গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান-করমতলা এলাকায় শনিবার সকালে বৈদ্যুতিক খুঁটিতে পাখি বসায় স্পার্কিং থেকে তুলার গুদামে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুর রহমান জানান, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে মাজুখান-করমতলা এলাকায় বৈদ্যুতিক খুটির তারে একটি পাখি বসে। এসময় বৈদ্যুতিক তারের সঙ্গে আর্থিং তারে ঘষা খেয়ে স্পার্কিং হয়। এসময় স্পার্কিংয়ের (স্ফুলিংয়ের) অংশ পাশে থাকা তুলার গুদামের ডাস্টে আগুন ধরে যায়। পরে তা তুলার গুদামে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে চারটি এবং উত্তরা ফায়ার স্টেশন থেকে একটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নেভান। আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দেড় ঘন্টা সময় লাগে। আগুনে গুদামে থাকা তুলার ঝুট ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্নয় করা সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন