নীলফামারী সদরের ইটাখোলা ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামে পুকুরে বিষ দিয়ে প্রায় ৪০ মণ মাছ নিধন করা হয়েছে। শুক্রবার রাতের ওই ঘটনায় দুই লাখ টাকার উর্দ্ধে ক্ষতি হয়েছে বলে দাবি পুকুরের মালিক একেএম কামরুজ্জামানের।
তিনি জানান, বাড়ির পাশে আড়াই বিঘা আয়তনের ওই পুকুরটির অবস্থান। শনিবার সকালে মাছের খাবার দিতে পুকুরপাড়ে গিয়ে দেখতে পান মাছ মরে ভেসে আছে। খবর পেয়ে প্রতিবেশীরা এগিয়ে এসে বিষয়টি প্রত্যক্ষ করেন।
তিনি বলেন, ‘পূর্ব শক্রতার জের ধরে কেউ শুক্রবার রাতে বিষ দিয়ে পুকুরের মাছ নিধন করেছে। এতে আমার দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। এঘটনায় থানায় এজাহার দায়ের করিছি।’
এ বিষয়ে নীলফামারী সদর থানার উপ-পরিদর্শক মিন্টু চন্দ্র বণিক বলেন, ‘অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল