পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচরে অতি দরিদ্রদের মাঝে ১৫ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পূর্বচরবাটা ইউনিয়নে চাল বিতরণ উদ্বোধন করেন সুবর্ণচর উপজেলা র্নিবাহী অফিসার এএসএম ইবনুল হাসান। এসময় সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান।
সুবর্ণচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলায় ৮টি ইউনিয়নে ১৫ কেজি করে ১৭ হাজার কার্ডে ২৫৫.৭৫ মেট্রিকটন চাল বিতরণ করা হচ্ছে।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার উপজেলার বিভিন্ন ইউনিয়নে সরেজমিনে চাল বিতরণ কার্যক্রম পরির্দশন করেন। তিনি বলেন, চাল বিতরণে কোনও ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।
বিডি প্রতিদিন/কালাম