নাটোরের বনপাড়া হাটি-কুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় রবিবার সকাল ১১টায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত ও ৫ জন আহত হয়েছেন। একটি হাইস গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকা ডিএমপির কদমতলী থানা সাব ইন্সপেক্টর আব্দুল জলিল ঈদের ছুটিতে তার গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায় একটি হাইস মাইক্রোবাসে করে ফিরছিলেন। পথে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় তেল পাম্পের সামনে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে।
ঘটনাস্থলেই আব্দুল জলিলের মেয়ে ১১ বছর বয়সী মারিয়া তাসনিম মৃধা মারা যায়। এসময় আহত হয় আরো ৫ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা