রাঙামাটি সরকারি মহিলা কলেজ এলাকায় মাটি চাপা পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আরও এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। পরে হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।
রবিবার দুপুর দেড়টার সময় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেন্টু মিয়া (৪০), আঙ্গুর আলী (৬৫), পাপ্পু (৪০)। আহতরা হলেন সবুজ মিয়া ও সাইফুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহিলা কলেজ এলাকার পারভীন আক্তারের ভবন নির্মাণের জন্য ভীত তৈরির জন্য গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। এসময় নির্মাণ কাজে ১১ জন শ্রমিক নিযুক্ত ছিলেন। তার মধ্যে ৪ জনের ওপর মাটি ধসে পড়লে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এ বিষয়ে গণমাধ্যমকে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনর্চাজ মীর জাহিদুল ইসলাম রণি জানান, নির্মাণাধীন ভবনের ভীত তৈরি করার কাজে নিযুক্ত শ্রমিকদের ওপর মাটি ধসে পড়ে এতে ঘটনাস্থলে তিনজন মারা যায় এবং গুরুতর অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। উদ্ধার কাজ বর্তমান সমাপ্ত এবং আমরা দোষীদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা নেব।
এর আগে ২০১৬ সালের ৩ অক্টোবর রাঙ্গামাটিতে মহিলা কলেজ এলাকায় দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।
বিডি প্রতিদিন/ফারজানা