বৈরী আবহাওয়ার কারণে বন্ধ থাকা শরীয়তপুরের ইব্রাহিমপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। আজ দুপুর দেড়টার দিকে ফেরি চলাচল শুরু হয়।
এরআগে বেলা ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
জানা যায়, সকাল ১০টার পর থেকে কালো মেঘে আকাশ ছেয়ে যায়। বেলা ১১টা থেকে কালবৈশাখী ঝড় শুরু হলে নৌদুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। দুপুর দেড়টার দিকে বৃষ্টি ও ঝোড়ো হাওয়া কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
বিডি প্রতিদিন/হিমেল