নওগাঁর বিভিন্নস্থানে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ সকালে পৃথক সময়ে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চুটু (৫০), পোরশা উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস আলী (৪৫) ও মহাদেবপুর উপজেলার বাখরাবাদ গ্রামের নাদির (১২)।
জানা যায়, চাপাইনবাবগঞ্জের সাপাহার উপজেলার কলমুডাঙ্গা এলাকায় সকালে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে টুটুর মৃত্যু হয়।
এদিকে পোরশা উপজেলার নশিংগাহার গ্রামের মৃত ফুল মোহাম্মাদের ছেলে আব্বাস গরু নিয়ে বাড়ি পাশের মাঠ দিয়ে যাওয়ার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
এছাড়া উপজেলার বাখরাবাদ গ্রামে ঘরের বারান্দায় খেলা করার সময় বজ্রপাতে আক্রান্ত হয়ে নাদিরের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/হিমেল