ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার সকালে দু’গ্রুপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
গত ৩১ মে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে ফুটবল খেলায় গোল দেয়াকে কেন্দ্র দু’পক্ষের মাঝে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার সকালে উভয় পক্ষের সংঘর্ষ বাঁধে।
আহতরা হলো ধজনগর গ্রামের শফিক (২৮), আরিফ (২৪), খায়রুল (১৮), স্ত্রী হালিমা খাতুন (৫৫), জাকির হোসেন, নাজিম ভূঞা (৩০), সুজাত উদ্দিন (২৭) এবং শাহানা আক্তার (২৭)।
কসবা থানা ইন্সপেক্টর (তদন্ত) আসাদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা