নেত্রকোনায় জেলা কারাগারে ম্যাজিস্ট্রেট সেজে আসামি দেখতে গিয়ে গ্রেফতার হয়েছেন এক যুবক। তার নাম জুয়লে খান (৩০)। এই যুবককে এখন জেলহাজতে রাখা হয়েছে। জুয়েল সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের সাতপাটি গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম খান। তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জুয়েল কারাগারে যান। সেখানে তিনি নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে আসামি দেখার কথা বলেন। তার কথায় কারারক্ষীদের সন্দেহ হয়। পরে বিষয়টি তারা পুলিশকে জানান। আমাদের পুলিশ ফোর্স কারাগারে পাঠানো হয়। তখন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহসেন উদ্দিন কারাগারে গিয়ে যুবককে থানায় সোপর্দ করেন। পরে কারা কর্তৃপক্ষের এজাহার দাখিলের ভিত্তিতে নিয়মিত মামলা নিয়ে আসামিকে শুক্রবার জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহছেন উদ্দিন জানান, দণ্ডবিধি ১৮৬০ এর ৪১৬/১৭ ধারায় সংগঠিত অপরাধ মোবাইল কোর্টে বিচারকার্য না হওয়ায় সংশ্লিষ্ট মডেল থানার ওসির কাছে নিয়মিত মামলার জন্য তাকে পাঠানো হয়। তিনি আরও জানান, ভুয়া পরিচয়ের জন্য আইন অনুযায়ী উপযুক্ত সাজা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ