বরগুনা জেনারেল হাসপাতালে করোনা যোদ্ধাদের এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য নিরাপত্তার জন্য মাস্ক ও হ্যান্ড গ্লাভস বিতরণ করেছে বরগুনা তৃণমূল নারী সংস্থা। আজ সকাল ১০ টায় জেনারেল হাসপাতাল মিলনায়তনে তৃণমূল নারী সংস্থার সভাপতি খালেদা ইসলাম সুইটির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তত্বাবধায়ক জেনারেল হাসপাতাল ডা. সোহরাব উদ্দীন খান।
উপস্থিত ছিলেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নী, মহিলা সংস্থার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা, ডা. তারেক হাসান, ডা. সুব্রত ভৌমিক প্রমুখ।
স্বাস্থ্য সু-রক্ষার জন্য জেনারেল হাসপাতালের তত্বাবধায়কের নিকট এন-৯৫ মাস্ক ৫শ, হ্যান্ড গ্লাভস ৫শ জোড়া, সার্জিক্যাল মাস্ক ৪শ হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন