সিলেটের বিশ্বনাথে নাজমুল হাসান শিমুল নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শিমুল উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের আরশ আলীর ছেলে। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত সাড়ে ১০টায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ শুক্রবার তাকে সিলেট আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সূত্র জানায়, সরকারি কাজে বাঁধা ও গাড়ী ভাংচুরের অভিযোগে থানা পুলিশের দায়ের করা মামলায় ছাত্রদল নেতা শিমুল এজাহার নামীয় আসামি। তাই ওসি (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বনাথ পুলিশ স্টেশনের পরিদর্শক (তদন্ত) রমা প্রসাদ চক্রবর্তী বলেন, গ্রেফতারকৃত আসামিকে আজ শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
প্রসঙ্গত, প্রায় ১৭ বছর পর গত ২৯ অক্টোবর বৃহস্পতিবার উপজেলার দশঘর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জবেদুর রহমানকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপির প্রার্থী এমাদ উদ্দিন খান। ১০টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্রে কোনো শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হলেও ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মাছুখালি নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দশঘর নিজামুল উলুম উচ্চ বিদ্যালয় যৌথ ভোটকেন্দ্রে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এসময় নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তারা ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামী নিয়ে কেন্দ্র ত্যাগ করতে চাইলে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন বিএনপি নেতাকর্মীরা। ভাঙচুর করা হয় নির্বাচনী কাজে ব্যবহৃত পিকআপ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। এ ঘটনায় ওই দিন রাতে বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন বাদী হয়ে বিএনপি ও সহযোগি সংগঠনের ৩৫জনের নাম উল্লেখ করে ও ১২০ জন অজ্ঞাত রেখে থানায় মামলা
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ