বগুড়ার মোকামতলায় রচনা রাণী রুপা (২২) নামের এক গৃহবধূকে শ্বশুরবাড়ির লোকজন হত্যা করেছে বলে অভিযোগ তুলেছে তার স্বজনরা। ওই গৃহবধূ মোকামতলা বন্দররের সোনাতলা রাস্তার বাসিন্দা (শংকরপুর গ্রামের) শ্রী অনিক অধিকারীর স্ত্রী। পুলিশ বৃহস্পতিবার রাতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় স্বামী ও দেবরকে পুলিশ আটক করেছে।
জানা যায়, গত ৩ বছর আগে গাইবান্ধার সাঘাটা উপজেলার কদম শহর গ্রামের শ্রী রতন চন্দ্রের মেয়ে রুপার সাথে অনিকের বিয়ে হয়। বিয়ের ১ বছর পর থেকে শ্বশুর বাড়ির লোকজন বিভিন্নভাবে তাকে নির্যাতন করে আসছে। গত বৃহস্পতিবার সন্ধার আগে অথবা পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা করে বলে প্রচার করে বলে ধারণা করছে তার স্বজনরা।
সংবাদ পেয়ে রাতে শিবগঞ্জ সার্কেল এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান, মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সনাতন চন্দ্র সরকার সঙ্গীয় পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে মর্গে প্রেরণ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য রাতেই প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশ গৃহবধূর স্বামী শ্রী অনিক অধিকারী ও দেবর শ্রী অভিক অধিকারীকে আটক করে।
শুক্রবার শিবগঞ্জ থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, গৃহবধূর বাবার বাড়ির লোকজনের ধারণা তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
শিবগঞ্জ সার্কেল এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, মৃত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট আসলে প্রকৃত ঘটনা জানা যাবে।
বিডি প্রতিদিন/আল আমীন