পিতার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ১৪ দিন পর পুত্র নাহিদও বিদায় নিলেন। নাহিদ মেহেরপুর শহরের তাঁতি পাড়ার মৃত ফারুক হোসেনের ছেলে।
গত ২৩ অক্টোবর রাতে মেহেরপুর শহরে তাঁতীপাড়ায় দুষ্কৃতিকারীদের হামলায় মেহেরপুর সমাজসেবা অফিসের মাঠকর্মী ফারুক হোসেন নিহত হন। ফারুক হোসেনের মৃত্যুর মাত্র ১৪ দিনের মাথায় আজ শুক্রবার তার জ্যেষ্ঠ পুত্র নাহিদ হোসেন (১২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
নাহিদের পরিবার সূত্রে জানা গেছে, নাহিদ জন্ডিসসহ অন্যান্য রোগে আক্রান্ত ছিলো। তার পিতার মৃত্যুতে নাহিদের চিকিৎসা নিতে বিলম্ব হয়। এতে সে আরও অসুস্থ হয়ে পরে। তাকে রাজশাহি মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। সেখানে সে আজ শুক্রবার মারা যায়।
অপরদিকে, প্রায় ৪৮ ঘন্টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যুবরণ করলেন ডিশ ব্যবসায়ী টিটোন। গতকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। টিটোন মেহেরপুর শহরের মহিলা কলেজ পাড়ার আব্দুল গনি ছেলে।
এর আগে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে ডিশের তার লাগাতে গিয়ে মই থেকে পড়ে ডিশের ব্যবসায়ী টিটোন মারাত্মক আহত হন। টিটোনকে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল নেওয়াহয়। সেখানে তার অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ