ফরিদপুরের বোয়ালমারীতে বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে কনের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিয়ের বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার লিখিত মুচলেকা দিয়েছেন মেয়ের বাবা।
জানা গেছে, পৌরসভার পূর্ব কামারগ্রামের সরকারি কলেজ রোডের মিলন শেখের মেয়ে স্থানীয় বোয়ালমারী জর্জ একাডেমির দশম শ্রেণির ছাত্রী। উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের নজরুলের সাথে আজ বিয়ের দিন ধার্য ছিল। ওই ছাত্রীর বিয়ের বয়স না হওয়ায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী হাকিম ঝোটন চন্দ মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের বাবাকে দশ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন