ফ্রান্সে মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তুগুরিয়া এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুমা লাকসাম, মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার সাতেস্বর, ছোট তুগুরিয়া, বড় তুগুরিয়া, লুধুয়া ও নোয়াপাড়াসহ ৭টি গ্রামের শত শত মুসল্লি ও ওলামায়ে কেরামের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
পরে তুগুরিয়া বাজারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন তুগুরিয়া বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার, ছোট তুগুরিয় জামে মসজিদের খতিব মাওলানা সালমান ইবনে শামছুল হুদা, মুফতি মিজানুর রহমান, ইউপি মেম্বার মো. জসিম উদ্দিন, সাবেক মেম্বার এনায়েত উল্লাহ, মাওলানা আবুল হোসেন, মোবারক হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন