গাজীপুরের শ্রীপুরে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েলসহ দলীয় নেতাকর্মীদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কায়সার মৃধা খোকনের ব্যক্তিগত উদ্যোগে এ আয়োজন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের রাকিব সুপার মার্কেটে দলীয় প্রধানসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সুস্থতা কামনায় এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি ইকবাল হাসান কাজল, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস আলম, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির আহমেদ সরকার, সাইফুল ইসলাম পলাশ, ফজলুল করিম নয়ন, সাখাওয়াত খান, আহসান উল্লাহ সজিব, জহিরুল ইসলাম পায়েল, মন্জুরুল ইসলাম মিন্টু, রাসেল আহমেদ প্রমুখ। মিলাদ শেষে স্থানীয় মদীনাতুল উলুম কওমী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শামসুল আলম নেতাকর্মীদের সুস্থতা কামনায় দোয়া পরিচালনা করেন।
বিডি প্রতিদিন/আল আমীন